মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের দ্রুত বিচার না হলে ছাত্রদল রাজপথ ছাড়বে না। তিনি বলেন, “আমাদের বোনের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
সোমবার হাইকোর্ট গেটের সামনে ছাত্রদলের আয়োজনে দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সরকার নারীর নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। প্রতিদিন ধর্ষণের ঘটনা বাড়ছে, অথচ তারা নির্বিকার। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে। ছাত্রদল তাদের পাশে আছে। আমরা বিশ্বাস করি, জনগণের সরকার ক্ষমতায় এলে নারী নির্যাতন বন্ধ হবে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। মাগুরার ঘটনা তার প্রমাণ।”
তিনি প্রশ্ন তোলেন, “নারীদের পোশাক নিয়ে যারা কথা বলেন, তারা জবাব দিন, আট বছরের শিশু কীভাবে ধর্ষিত হয়?”
নাসির উদ্দীন নাসির আরও বলেন, “২০২০ সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও বিচার না হওয়ায় অপরাধ কমেনি। আমরা সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাগুরায় শিশু ধর্ষণসহ দেশের সব নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি করেন।