কুলাউড়ার জনতা বাজার সংলগ্ন কৃষি জমি থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিতাস ব্রিক ফিল্ডের মালিক মাজিদুর রহমান আফজল-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, আফজল দীর্ঘদিন ধরে জনতা বাজার পার্শ্ববর্তী এলাকায় কৃষিজমি থেকে এস্কেভেটর ব্যবহার করে মাটি কেটে আসছিলেন। এই অবৈধ মাটি কাটার ফলে মূল্যবান কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব পড়ছিল।
অভিযানকালে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। তখনো এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ চলছিল। অবৈধ মাটি কাটার সত্যতা নিশ্চিত হওয়ার পর, ঘটনাস্থলেই তিতাস ব্রিক ফিল্ডের মালিক মাজিদুর রহমান আফজলকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন বিডি টাইমস ২৪-কে বলেন, “কৃষি জমি রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির ক্ষতি করা আইনত অপরাধ এবং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিকগণ প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযানের মাধ্যমে ভবিষ্যতে কৃষি জমি রক্ষা করা সম্ভব হবে এবং অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে।