বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বিএসকেএফ) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এই খাদ্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
উপজেলা সেক্রেটারি দিদার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ, বিএসকেএফ কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ও কুলাউড়া উপজেলা সহ-সভাপতি আবুল কাশেম আজাদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন তাঁর বক্তব্যে শ্রমিকদের কল্যাণে ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং ফেডারেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কল্যাণে কাজ করা আমাদের সকলের দায়িত্ব।”
খাদ্য প্যাকেট বিতরণকালে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।