cropped-Icon.png
Loading ...
বৃহঃ. এপ্রি ১০, ২০২৫
ড্রেন নির্মাণের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রসাশক মো মহিউদ্দন। ছবি: সংগৃহীত

কুলাউড়া পৌরসভায় শুরু হলো নতুন ড্রেন নির্মাণ কাজ। এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পের অধীনে ৩নং ওয়ার্ডের উত্তর বাজার সড়ক ও জনপদের রাস্তা থেকে শাহজালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ পর্যন্ত আরসিসি (RCC) ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডা: আব্দুর রহিম এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী। এছাড়াও পৌরসভা থেকে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রকল্প সূত্রে জানা যায়, এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পের আওতায় এই ড্রেন নির্মাণ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। মোট ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ এই ড্রেন এবং তৎসংলগ্ন রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন উদ্বোধনকালে বিডি টাইমস ২৪-কে বলেন, “এই ড্রেন নির্মাণ প্রকল্পটি কুলাউড়া পৌরসভার নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর।”

স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এবং দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

বিডিটাইম ২৪/ কুলাউড়া / ১৩ই মার্চ ২০২৫ / প্রতিনিধি: সৈয়দ মিছবাহ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *