বরিশালে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলার আসামি সুজন (২৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (মার্চ ১৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা হামিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সুজন জিয়ানগর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় অটোচালক ছিলেন। গত শুক্রবার দুপুরে তিনি পাশের বাসার চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই সুজন আত্মগোপনে ছিলেন।
এসআই হামিদুল ইসলাম আরও জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন সুজনকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং গণপিটুনির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।