cropped-Icon.png
Loading ...
শুক্র. এপ্রি ১১, ২০২৫
ছবি: বিডি টাইমস ২৪

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাবনার কাজিরহাট ঘাটে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯শে মার্চ দুপুর বারোটায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম। এছাড়াও, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল, সুজানগর আমিনপুর সার্কেলের রবিউল ইসলাম, সাথিয়া বেড়া সার্কেলের আবুল কালাম আজাদ, নগরবাড়ী কাজিরহাট নৌ বন্দর কর্মকর্তা আব্দুল ওয়াকিল, কোস্ট গার্ডের অফিসার, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাগণ এবং স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে ঘাট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি, লাইফ জ্যাকেট ছাড়া কোনো যাত্রী পারাপার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সভায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং ঈদযাত্রায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার এবং যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সম্মিলিতভাবে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *