cropped-Icon.png
Loading ...
শুক্র. এপ্রি ৪, ২০২৫
ছবি: নিখোজ রিয়ান মিয়া

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের উঃলস্করপুর গ্রাম থেকে মো: রিয়ান মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রিয়ান ওই গ্রামের জনাব বশির মিয়ার দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪শে মার্চ (সোমবার) সকাল ১১টার দিকে রিয়ান তার মাকে বাজার থেকে দই কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা ঘনিয়ে এলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং এলাকাবাসীর কাছে খোঁজ খবর নেন। তবে কেউই রিয়ানকে দেখার খবর জানাতে পারেননি।

নিখোঁজ রিয়ানের বড় ভাই রাসেল জানান, তারা বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

রিয়ানের গায়ে ছাই রঙের একটি শার্ট ও সোনালী রঙের প্যান্ট ছিল। তার শরীরে বসন্তের দাগ রয়েছে।

কোন হৃদয়বান ব্যক্তি যদি রিয়ানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:

মোবাইল: 01320-980799 (রাসেল, বড় ভাই)
মোবাইল: 01719114071

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *