ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় নিম্ন আয়ের মানুষদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। টানা পঞ্চমবারের মতো আয়োজিত ‘এক টাকার বাজার’ কর্মসূচির মাধ্যমে ২৫০টি পরিবার নামমাত্র এক টাকার বিনিময়ে পেল ঈদ বাজারের প্রয়োজনীয় সামগ্রী।
শনিবার (২৯ মার্চ) বিকেলে গাইবান্ধা শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই ব্যতিক্রমী বাজার বসে। যেখানে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ২৫০টি পরিবারকে মাত্র এক টাকার প্রতীকী মূল্যে দেওয়া হয় সোনালী মুরগি, আলু, বাঁধাকপি, বেগুন, চাল, সয়াবিন তেল, ডাল, সুজি, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, লবণ, পেঁয়াজ, রসুন, মরিচ, লেবুসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় সবজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এছাড়াও ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনের সভাপতি সায়েম রহমানসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাজারের সুবিধাভোগীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যেখানে কোনো জিনিস কেনাই দায়, সেখানে মাত্র এক টাকায় এতগুলো জিনিস পেয়ে তারা অত্যন্ত খুশি। তারা জানান, এই সহায়তার মাধ্যমে অন্তত একদিনের জন্য হলেও তাদের পরিবারে ভালো খাবার জুটবে।
‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের ঈদ আনন্দ মাটি হতে বসেছে। তাই পরিবার প্রতি মাত্র এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ প্রায় ২০ রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তারা আরও বলেন, গত কয়েক বছর ধরে তারা অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন।
‘আমাদের গাইবান্ধা’র এই মহতী উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক ভূমিকা রেখেছে, যা সত্যিই প্রশংসার যোগ্য।