গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ভিড় কিছুটা বেশি বাইরে টিকেট কাউন্টার এবং কোর সাফারি পার্কের সামনে টিকেটর জন্য পর্যটকদের দীর্ঘ লাইন।
দুপুরে সরজমিনে পার্কে গিয়ে দেখা যায়, পার্কে টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মূল গেটে প্রবেশ করছেন। পার্কে প্রবেশ করে দর্শনার্থীরা পার্কের মূল যে আকর্ষণ কোর সাফারিতে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। কোর সাফারির আলাদা বেষ্টনীতে উন্মুক্ত পরিবেশে রয়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, জেব্রা, জিরাফসহ আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ দেখতে সেখানেও বাসে উঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এছাড়াও পার্কের অন্যান্য দেশি-বিদেশি পাখিশালা, প্রাণী বেষ্টনীতেও ভিড় করছেন তারা। এছাড়াও আফ্রিকান সাফারিতে রয়েছে নীলগাই, সাম্বার হরিণ, গয়াল বিভিন্ন ধরনের প্রাণী দেখে কিন্তু দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন।

এ বিষয়ে সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ঈদ আনন্দে পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও আনন্দের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পার্কের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে। এছাড়া কোর সাফারি পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য সাতটি অবজারভেশন গাড়ি চলাচল করছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য পুরো পার্কটি প্রস্তুত রয়েছে। তবে এবার যে এত পরিমাণ দর্শনার্থী আসবে তা আমাদের ধারণার বাইরে ছিল। গতকাল ঈদের দিনও পার্কে প্রায় ১২ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছিল।
