গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি, হেদায়েত উল্লাহ: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর এলাকায় একটি কমিউটার ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল, ২০২৫) বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের একটি বগিতে (পাওয়ার কার) হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ট্রেনটিকে দ্রুত থামানো হয়।
তবে, স্থানীয়দের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শ্রীপুর সাতখামাইর এলাকার কৃতি সন্তান ও অবসরপ্রাপ্ত ট্রেনচালক শাহাবুদ্দিনের দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় জনগণের সহায়তায় আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করা সম্ভব হয়। তাদের এই সাহসী পদক্ষেপের ফলে অন্যান্য বগিগুলি রক্ষা পায় এবং দেশের মূল্যবান সম্পদ ক্ষতির হাত থেকে বেঁচে যায়।
ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “শ্রীপুর থেকে ছাড়ার পরই সাতখামাইর স্টেশনের কাছে হঠাৎ ট্রেনের একটি বগিতে আগুন দেখতে পাই। আগুন খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছিল।”
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বিডি টাইমস ২৪-কে জানান, মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্ব পর্যন্ত স্থানীয় জনসাধারণ বিভিন্ন সরঞ্জাম ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। আগুন লাগা বগিটিকে লাইন থেকে সরিয়ে ফেলার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
বিডি টাইমস ২৪