বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিদার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, শ্রমিক নেতা আবুল কাশেম আজাদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
এদিনের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাই একটি সুষ্ঠু আলোচনা ও সুন্দর পরিবেশে ইফতার মাহফিল উপভোগ করেন।