cropped-Icon.png
Loading ...
43%
বৃহঃ. মে ৮, ২০২৫
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন

নাজমুল বারী সোহেল, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এনজিও সংস্থা প্রচেষ্টার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।

তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটলে ১০৯ নম্বরে ফোন করে প্রশাসনকে দ্রুত জানানোর অনুরোধ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

ছবি: শোভাযাত্রার স্থিরচিত্র

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *