মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ও রবিরবাজারে সোমবার (১০ই মার্চ) পৃথক দুটি অভিযানে সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করেছে প্রশাসন।
পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজের পাশ থেকে সরকার নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলনের অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সামাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, রবিরবাজারে পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ জন দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুটি অভিযানেই নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। অভিযানে সহযোগিতা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বিডি টাইমস ২৪-কে জানান, ‘সরকারি নিয়ম মেনে সবাইকে ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।