কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন বাজারে খাস জমি দখল করে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
২০ এপ্রিল (রবিবার) সকালে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলার দায়ীত্বরত সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। উচ্ছেদকালে তাকে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনাটি বাজারের মূল অংশে ২ শতক খাস জমির ওপর নির্মিত হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “সরকারি জমি দখলের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। কোনো ধরনের দখলদারিত্ব সহ্য করা হবে না।”
স্থানীয়দের মতে, এই ধরনের পদক্ষেপে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং অন্যরাও সরকারি জমি দখল থেকে বিরত থাকবে বলে আশা করা যায়।